Popular Post

Posted by : nerob Monday, March 2, 2015


অবশেষে তামিমের সমালোচনায় মুখ খুললেন
পাপন
২০১৫ ক্রিকেট
বিশ্বকাপে বাংলাদেশ এক কথায় এ পর্যন্ত
ভালো অবস্থানেই আছে। বাংলাদেশ
বিশ্বকাপে চমক দেখাতে পারে বলে ক্রিকেট
বিশেষজ্ঞদের অনেকেরই ধারনা।
বলা চলে যে কোনো কারণেই হোক এক
রকম প্রত্যাশিত যায়গায়


বিশ্বেকাপে রয়েছে বাংলাদেশ।
তবে বাংলাদেশের কয়েকজন খেলোয়াড়দের
উপর ক্ষুব্ধ বিসিবি।
বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের
কন্ঠে তামিমের ইস্যুতে হতাশার সুর।
তিনি বলেন, তামিম এ বিশ্বকাপে যা খেলেছেন
তাতে আমি হতাশ।
তামিম ইকবাল ছাড়াও তিনি আনামুল হক
বিজয়ের প্রসঙ্গও টানেন। পাপন বলেন,
আনামুলও বাজে ক্রিকেট খেলছেন। দলের
স্কোয়াড নির্বাচনে পাপন হস্তক্ষেপ
করেন না বলেও উল্লেখ করেন
বিবিবি সভাপতি।
পাপন বলেন, আমার কথা হলো, তোমরা সেট
হও, পাঁচ ওভার বা দশ ওভার খেলো।
তারপর ন্যাচারাল ক্রিকেটটা তো খেলবে।
আমি বলতে পারি, যে তামিমকে আগে চিনতাম,
সে বিজয়কে চিনতাম, তাদের আগের
খেলা এখন আর দেখা যাচ্ছে না।
বিসিবি সভাপতি বলেন, অনেক সময় টসের
আগেও আমি জানতে পারি না যে,
কারা খেলছে। তবে সাকিব ও মাশরাফির
সাথে প্রায়ই ফোনে কথা।
লঙ্কনদের বিরুদ্ধে তামিমের ডাক (শূণ্য
রানে আউট) মারার বিষয়ে পাপান বলেন,
দেখলাম বলটি খুবই ভাল। এর মধ্যে দেখলাম
তামিম আউট! এ বলে আউট হওয়ার
কোনো মানে হয় না।
তামিম ও
আনামুলকে নিয়ে যে ভাবে তিনি কথা বলেন,
তাতে ধরে নেয়া যায় দুই জনের একজন
হয়তো বাদ পরতে যাচ্ছেন।
কোনো ক্রিকেটারের উপরে পাপনের
নাখোস হওয়াটা হয়তো ম্যানেজমেন্টের
সিদ্ধান্তে প্রভাব ফেলবে।
বাদ পরলে এ জায়গার
কে আসবে বিষয়টি পরিস্কার নয়।
ম্যানেজমেন্টের
পরিকল্পনা রয়েছে দলে আর একজন
স্পিনার নেয়ার। ধারনা করা যায়,
আয়্যারল্যাণ্ডের বিপক্ষেই হয়তো তামিম
বা আনামুল বাদ পরতে যাচ্ছেন।

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © all cricket news - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -