Popular Post

Archive for March 2015

' ICC এখন Indian Cricket council "

By : nerob
█ এই ম্যাচ যদি আবার খেলানো হয় তাহলে
বাংলাদেশই জিতবে।’ - রিকি পন্টিং
█ 'ভারতকে মওকা দিলেন আম্পেয়ার'। -
শোয়েব আকতার
█ ' এটা নো বল ছিল না, খুবই বাজে
সিদ্ধান্ত ' - শেন ওয়ান
█ ' বলটা কোন ভাবেই কোমরের ওপরে
ছিল না। গোল্ডের সিদ্ধান্তটা একদমই
বাজে' - ভি ভি লক্ষণ
█ ' আম্পেয়ার বার বার ভুল করেছেন ' -
ম্যাক ডোনাল্ড
█ ' ICC এখন Indian Cricket council " -
রমিজ রাজা
█ 'বাংলাদেশ হেরেছে কিন্তু ভারত জিতেনি'
-সনাৎ জয়সুরিয়া
█ ' এটাকে জয় হিসেবে মানতে পারছি না বলে
দুঃখিত' - এ. বি ডিভিলিয়ার্স
█ ' খেলার ওরকম পর্যায়ে আম্পায়ারের
ভুল সিদ্ধান্ত একটি দলের মানসিকতা
ভেঙ্গে দেয় - সৌরভ গাঙ্গুলি'

বাংলাদেশ ক্রিকেট টিমকে সংবর্ধনা দিল প্রবাসী বাংলাদেশিরা

By : nerob

বাংলাদেশ ক্রিকেট টিমকে সংবর্ধনা দিল প্রবাসী বাংলাদেশিরা

আম্পায়ারদের বিতর্কিত
সিদ্ধান্তে
বাংলাদেশের বিশ্বকাপ
মিশন শেষ হয়েছে
বৃহস্পতিবার। শনিবার
দেশে ফিরবে গর্বিত
টাইগাররা। বিশ্বকাপে
বাংলাদেশের
পারফরম্যান্সে গর্বিত
অধিনায়ক মাশরাফি বিন
মুর্তজার সঙ্গে
টেলিফোনে কথা
বলেছেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা। এ সময় তিনি
মাশরাফিকে সান্তনা
দেন।
শুক্রবার মেলবোর্নে
বাংলাদেশ ক্রিকেট
দলকে সংবর্ধনা দেয়
প্রবাসী
বাংলাদেশিরা। সেই
অনুষ্ঠানেই বাংলাদেশ
সময় বিকেল ৪টার দিকে
বাংলাদেশ ক্রিকেট
বোর্ডের(বিসিবি)
প্রেসিডেন্ট নাজমুল
হাসান পাপনকে
টেলিফোন করেন
প্রধানমন্ত্রী শেখ
হাসিনা। পাপনের সঙ্গে
কথা বলার পর তিনি
অধিনায়ক মাশরাফির
সঙ্গেও কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী
মাশরাফিকে বলেন,
বিশ্ববাসী দেখেছে
তোমাদের কিভাবে
হারানো হয়েছে; তোমরা
মন খারাপ করবে না। আমরা
একদিন বিশ্বকাপ
জিতবোই।
বিসিবি সভাপতি নাজমুল
হাসান পাপন
সাংবাদিকদের জানান,
মাশরাফির সঙ্গে
কথোপকথনে পুরো দলকে
প্রধানমন্ত্রী অভিনন্দন
জানিয়েছেন।
মেলবোর্ন ক্রিকেট
গ্রাউন্ডে
বৃহস্পতিবার
বাংলাদেশ-ভারত
কোয়ার্টার-ফাইনালে
আম্পায়ারদের একাধিক
সিদ্ধান্ত নিয়ে বিতর্ক
ওঠে। পাকিস্তানের
আলিম দার ও
ইংল্যান্ডের ইয়ান
গোল্ড ছিলেন
মেলবোর্নের মাঠের
আম্পায়ার। আম্পায়ারের
সিদ্ধান্তে নানা
সমালোচনার মধ্য দিয়ে
কোয়ার্টার ফাইনালে
ভারতের কাছে পরাজয়
নিয়ে মাঠ ছাড়তে হয়
বাংলাদেশকে।
উল্লেখ্য, ক্রীড়া পাগল
হিসেবে বিশেষ করে
দেশের ক্রিকেটের
প্রতি একটা আলাদা টান
রয়েছে প্রধানমন্ত্রি
শেখ হাসিনার সব সময়।

বাংলাদেেশর ক্রিকেটের উজ্জল নক্কএ

By : nerob
বাংলাদেেশর ক্রিকেটের উজ্জল নক্কএ
মাসরাফি জীবন
কাহিনী।
(চোখের পানি দরে রাখতে পারলাম
না পড়ার পর।)
গত রাতে খেলা শেষে মাশরাফির বাবার
সাথে অনেকক্ষণ কথা হলো, গর্বিত
বাবা ছেলে সম্পর্কে যা বললেন,
-" আমার ছেলে ৫ ওয়াক্ত নামাজই না,
তাহাজ্জুদের নামাজও পরে ."
-" আল্লাহর রহমতে ওর
কোনো বাজে অভ্যাস
নেই "
- " ছেলে ইয়াং ছিল, আই সি এল খেলার
জন্য
১৬ কোটি টাকা সাধলো, ছেলে বলল, "
দেশের জন্য খেলে গরিব থাকলেও
খুশি আমি "
- " পায়ে খুব ব্যাথা, কাউকে বুঝতে দেয়
না,
লুকিয়ে লুকিয়ে পেইন কিলার
খেয়ে খেলতে নামে"
- " ও খুব ইমোশনাল, বাংলাদেশ
হারলে একা একা কাঁদে, কাউকে জানায়
না"
-" ওর ব্যাঙ্কের টাকার কোনো সুদ ও নেয়না,
সব টাকা ইন্টারেস্ট ফ্রি"
-" ওর টাকায় কয়েকজন গরিব
ছেলে ভার্সিটিতে পরে, ও
কাউকে জানায়
না এসব"
-" মানুষের জন্য ওর এত মায়া"
-" বাজিকরদের হাত থেকে বাঁচার জন্য আন
নোন নাম্বারের কল ধরেই না"
-" আমাকে বলে, বাবা, অনেক লাইফ
দেখেছি, অনেক দেশে ঘুরেছি, কিন্তু সত
থেকে দেশের জন্য খেলতে পারলেই
আমি খুশি"
- " মিডিয়াতে ওর কোনো ইন্টারেস্ট নাই"
-" আমার ছেলের জন্য দোয়া করো, ওর
পায়ে খুব ব্যাথা"
আমি বললাম, " ১৮ কোটি মানুষের
দোয়া আছে আপনার ছেলের সাথে, ও
আমাদের ক্যাপ্টেন, আমাদের অহংকার"
আঙ্কেলকে বিদায় দিয়ে মনটা খারাপ
হয়ে গেল, আমি পারিনি আমার
বাবাকে গর্বিত করতে, দেশের জন্য কিছু
করতে.
(2) ইংল্যান্ড এর মাত্র ২ উইকেট গিয়েছে,
আমি টেনসনে অস্থির,গ্যালারি
তে মুশফিকের বাবার পাশে গিয়ে বসলাম,
" আসালামুয়ালায়কুম আঙ্কেল,
একটা সেলফি নেই?"
" ১০০ টা নাও বাবা "
আমি একটা সেলফি নিলাম,
" আঙ্কেল, উইকেট তো পরতেসেনা আর "
" আল্লাহ এর উপর ভরসা রাখো বাবা, আমার
ছেলেরা বলেছে, না জিতে মাঠ
থেকে ফিরবেনা "
( বাংলার প্রতি ঘরে ঘরে মাশরাফি বিন
মুর্তজা, মুশফিকুর রহিমের জন্ম হোক )

বিশ্বকাপে ছক্কার রেকর্ড এখন এবি ডি ভিলিয়ার্সের ঝুলিতে

By : nerob

বিশ্বকাপে ছক্কার রেকর্ড এখন এবি ডি ভিলিয়ার্সের ঝুলিতে...।

২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ মানেই ছয় আর চার। প্রতিটি ম্যাচেই হচ্ছে রানের বন্যা। আর ভেঙ্গে যাচ্ছে সকল রেকর্ড। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে টপকে গেলেন এবি ডি ভিলিয়ার্স।
এর আগে ২০০৭ এর আসরে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান হেইডেন ১৮ ছক্কা হাকিয়ে রেকর্ড গড়েন। এবারের আসরের প্রথম ৫ ম্যচে ১৮ ছক্কা হাকিয়ে তার রেকর্ড স্পর্শ করেন গেইল।
বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৯৯ রান করেন এবি ডি ভিলিয়ার্স। অার যেখানে ছিল ৪ টি ছক্কার মার।
জিম্বাবুয়ের বিপক্ষে ২৫ রান করার পথে এই বিশ্বকাপে নিজের প্রথম ছক্কাটি হাকান ডি ভিলিয়ার্স।
পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ১৬২ রানের ঝড়ো ইনিংস খেলার পথে ৮ টি ছক্কা মারেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে ২ টি ছক্কা মারেন। আর পাকিস্তানের বিপক্ষে ৫টি ছক্কা হাকান তিনি (মোট ২০ টি)।
ফলে অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে টপকে গেলেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। আর নিজের দখলে নেন এই রেকর্ডটি।

ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে

By : nerob
ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে বিশ্বকাপের ১১তম আসরে কোয়ার্টার ফাইনালে পা রাখায় টাইগার ভক্তরা আনন্দে ভাসলেও জরিমানার গুণতে হচ্ছে মাশরাফিদের। পুল `এ`-এর ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ওভার শেষ করতে না পারায় পুরো এ জরিমানা দিতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটারদের।

পাকিস্তানের ক্রিকেটার নাসির জামশেদ

By : nerob
পাকিস্তানের ক্রিকেটার নাসির জামশেদ যদি কোনদিন
বাংলাদেশে ক্রিকেট খেলতে আসে,
তাহলে কুত্তা দিয়া আমি ওর পাছার মধ্যে কামড় দিয়ামু।
শালা ফাকিস্তানের কুত্তার বাচ্চা। আমাদের জাতীয়
বীর রুবেল হোসেনকে বলে একজন
অপরাধী, ধর্ষক এবং পার্টটাইম ক্রিকেটার।
ব্যাটা তোর দলের আফ্রিদির বিরুদ্ধে কথা বল
আগে, এরপর বাংলাদেশের ক্রিকেটারদের চরিত্র
নিয়ে কথা বলবি। আফ্রিদির বিরুদ্ধে কথা বললে পাছায়
লাত্থি খেয়ে দল থেকে বের হতে হবে। হ্যাপি-
আর রুবেলের বিষয়ে মামলার বিষয়ে কথা বলার তুই
কে শালা নাসির জামসেদ। একজন ক্রিকেটার
হিসেবে আর একজন ক্রিকেটারকে সম্মান
করতে শিখ। আর কি বলবো তোকে .
আসলে তোরা তো শালা পাকিস্তানি.. আমাদের একটু
উন্নতি দেখলেই তোদের পাছায় আগুন
লেগে যায়। এই কথার জন্য
ক্ষমা না চাইলে বাংলাদেশে আসলে আমি তোর পাছায়
কুত্তা লাগাইয়া দিমু...

বিশ্বকাপ মিশন শেষ

By : nerob
ইনজুরির কারণে স্বপ্নের বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেছে ওপেনার এনামুল হক বিজয়ের। তাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। তার পরিবর্তে বিশ্বকাপ খেলতে আজকেই রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন ওপেনার ইমরুল কায়েস।
আজকে স্কটল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়া জয়ের ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধে ব্যথা পান এনামুল হক বিজয়। পরে তাকে নেলসনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার স্ক্যানিং করার পর মারাত্মক ইনজুরির খবর আসে।
বিসিবির একটি সূত্র জানায়, বিজয়ের ইনজুরি গুরুতর। তাই তাকে দেশে পাঠানো হচ্ছে। তার পরিবর্তে আজকে রাতেই ওপেনার ইমরুল কায়েসকে নিউজিল্যান্ডে পাঠানো হচ্ছে।আমরা আনামুল কে মিস্ করব!ইমরুল কায়েসের জন্য শুভ কামনা!

আবারো বড় জয় দক্ষিণ আফ্রিকার……

By : nerob

আবারো বড় জয় দক্ষিণ আফ্রিকার…

এবার বিশ্বকাপের অন্যতম দাবিদার তারা। বিশ্বকাপ মিশনে প্রথমে মুখোমুখি হয় জিম্বাবুয়ের্। প্রথমে উইকেট হারালেও শেষে মিলার আর ডুমেনির সেঞ্চুরীতে ৩৩৯ রানের বিশাল সংগ্রহ করে দক্ষিন আফ্রিকা। প্রথমে ম্যাচে জয় আসে ৬২ রানের্।

মিনিট লেট করলে দেশে ফেরৎ

By : nerob
টিম রুলস’ না মেনে নির্ধারিত সময়ের অল্প পরে হোটেলে ফেরায় দেশে ফেরত পাঠানো হয়েছিলো জাতীয় দলের পেসার আল আমিনকে।
দশটার ভেতর থাকতে হবে হোটেলে, সে কয়েক মিনিট পরে এসেছিলো।
ক্যাসিনোতে অস্ট্রেলিয়ান ডলার নিয়ে বরফ পানি কিংবা ছি কুত কুত নিশ্চয়ই সুজন খেলেননি!!
রিপোর্টাররা ছবি তুলছে তার, এটা দেখে তিনি সেগুলো ডিলিট করানোর জন্যও অনেক হম্বি তম্বি করেছেন।
সুজন যখন ক্যাসিনোতে, তখন রাত দেড়টা বেজেছিলো বলে শুনলাম। খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ দলের ম্যানেজার। টিম রুলস নিয়ে তিনি প্রচুর কড়া।

তামিমের ইস্যুতে হতাশার সুর পাপনের

By : nerob

অবশেষে তামিমের সমালোচনায় মুখ খুললেন
পাপন
২০১৫ ক্রিকেট
বিশ্বকাপে বাংলাদেশ এক কথায় এ পর্যন্ত
ভালো অবস্থানেই আছে। বাংলাদেশ
বিশ্বকাপে চমক দেখাতে পারে বলে ক্রিকেট
বিশেষজ্ঞদের অনেকেরই ধারনা।
বলা চলে যে কোনো কারণেই হোক এক
রকম প্রত্যাশিত যায়গায়

তামিমকে একটি ম্যাচ সুযোগ দেওয়া হোক

By : nerob
আমাদের ড্যাশিং ওপেনারকে নিয়ে দুই-চারটা কথা না বললেই নয়,
তামিম ইকবাল বর্তমানে যে ফর্ম শূন্যতায় ভুগতেছে এটা আমাদের মোটামুটি সবারই জানা।
এর কারণে তিনি প্রচুর সমালোচিত ও হয়েছে,হয়তো এখন ও হচ্ছে !!
এই সমূহ কথা শুনতে কারই-বা ভালো লাগে, তামিম ইকবালের ও ভালো লাগছে না হয়তো !
সেই দুঃখে তামিম আজ বললেই বসলেন,

খালেদ মাহমুদ সুজন অস্ট্রেলিয়ায় জুয়া খেলেছে।

By : nerob

খালেদ মাহমুদ সুজন অস্ট্রেলিয়ায় জুয়া খেলেছে।

জাতীয় দলের ম্যানেজার খালেদ
মাহমুদ সুজনের অস্ট্রেলিয়ার
একটি ‌ক্যাসিনোতে বেড়াতে যাওয়া নিয়ে বিতর্ক তৈরী হয়েছে। লন্ডন ভিত্তিক
একটি অনলাইন সংবাদ মাধ্যম ছবিসহ এই
সম্পর্কিত সংবাদ প্রকাশ করেছে।
তারা দাবী করেছেন, খালেদ মাহমুদ সুজন
নিয়ম ভঙ্গ

- Copyright © all cricket news - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -