Popular Post

Posted by : nerob Tuesday, March 3, 2015

টিম রুলস’ না মেনে নির্ধারিত সময়ের অল্প পরে হোটেলে ফেরায় দেশে ফেরত পাঠানো হয়েছিলো জাতীয় দলের পেসার আল আমিনকে।
দশটার ভেতর থাকতে হবে হোটেলে, সে কয়েক মিনিট পরে এসেছিলো।
ক্যাসিনোতে অস্ট্রেলিয়ান ডলার নিয়ে বরফ পানি কিংবা ছি কুত কুত নিশ্চয়ই সুজন খেলেননি!!
রিপোর্টাররা ছবি তুলছে তার, এটা দেখে তিনি সেগুলো ডিলিট করানোর জন্যও অনেক হম্বি তম্বি করেছেন।
সুজন যখন ক্যাসিনোতে, তখন রাত দেড়টা বেজেছিলো বলে শুনলাম। খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ দলের ম্যানেজার। টিম রুলস নিয়ে তিনি প্রচুর কড়া।

এক স্যার ছিলো, খুবই সময় সচেতন। ক্লাসে এক মিনিট লেট করলে পার্সেন্টেজ পাওয়া যেত না। যা তা অপমান। কত পার্সেন্টেজ যে পাইনি এজন্য। তো একবার তার কাছে একজন আসলো, তিনি ফোনে ব্যস্ত। লোকটি বসেছিলো প্রায় আধা ঘন্টা। আরেকবার আসলো এক বিগশট, তিনি তো লাল গালিচা সংবর্ধনা দিলেন। চা কেক বিস্কুটে একাকার।
ভরে দেয়া খুব খারাপ শব্দ। তবে সেদিন আমার তার এবং বিগশটের পেছন দিয়ে ঘঁড়ি ভরে দিতে ইচ্ছে করছিলো। মাঝারি দেয়াল ঘঁড়ি না, পুরোন দিনের গ্রান্ডফাদার ক্লক। কিংবা যেটায় বড় পেন্ডুলাম থাকে।
মিনিট লেট করলে দেশে ফেরৎ, আর রাত দেড়টায় জুয়া খেললে নো প্রোব।
হায়!

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © all cricket news - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -