Popular Post

Archive for April 2015

By : nerob
শচিন টেন্ডুলকার । যার রেকর্ড বলে শেষ করা যাবে না। তার পাশে নিজের নামটি
লিখিয়ে নিয়েছেন আমাদের মুমিনুল হক। তবে শেষ ওভারে আউট টি মেনে নিতে কস্ট হল। যাই হোক মুমিনুলের শেষ দশ ম্যাচে কত রান করছে তার একটা তালিকা দিলাম। 

প্রধানমন্ত্রী বাড়িতে অনুষ্ঠানে আয়োজন

By : nerob
বিশ্বকাপে ভাল করায় কারণে এবং পাকিস্তান কে বাংলাওয়াশ দেওয়ার কারনে আজকে প্রধানমন্ত্রী বাড়িতে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। সেখানে আমাদের সব ক্রিকেটারা গিয়েছিল।যত সম্ভব জানলাম প্রধানমন্ত্রী নাকি ক্রিকেটের উন্নতির জন্য আট কোটি টাকা দিতে চেয়েছেন। smile emoticon
একটা জিনিস লক্ষ করলাম। আমাদের ক্রিকেট খেলার মান অনেক উন্নয়ন হয়েছে। তার পিছে অবদান রয়েছে আমাদের ক্রিকেটে প্রতি টাকা ব্যায় করা জন্য। অন্যান্য দেশ যেমন জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজের সরকার ক্রিকেটের প্রতি কোন টাকাই ব্যায় করতে চায় না। যার ফলে ঐসব দেশে নতুন খেলোয়াড় বের হচ্ছে না বা কেউ ক্রিকেট খেলা শিখতে আগ্রহ বোধ করে না। এমন যদি চলতে থাকে তাহলে একদিন দেখবেন জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজে কোন খেলোয়াড়ই থাকবে না। squint emoticon
আমাদের যুব দল ভাল করছে আর বড়দের ও বতমানে অসাধারণ ভাল করছে। এতে বুঝা যাচ্ছে কিছু বছর পরে আমরা ক্রিকেট শাসন করব। ইনশাআল্লাহ

- Copyright © all cricket news - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -