Popular Post

Posted by : nerob Friday, February 27, 2015

আজকের দক্ষিন আফ্রিকার তান্ডবের কথা সবাই ই কম বেশি জানি। এখন আসি আজকে তাদের ইনিংস এর দিকে……
প্রথমে তাদের উইকেট পড়েছে ১৮ রানে। ওভার তখন ৫.৪
তারপর আমলা আর ডু প্লেসিস পার্টনারশিপ গড়ে তোলেন ধীরগতিতে ব্যাট করে। আমলা ৮৮ বলে ৬৫ রান করেন এবং ডু প্লেসিস ৭০ বলে ৬২
তাদের ইনিংস এর শুরুটা দেখে কেউ বিশ্বাস করে নাই যে ৪০৮ করতে পারবে। ১৪ ওভার শেষে রান ছিল ৪৯-১ এই অবস্থা দেখে অনেকে ভেবেছিল বেশি হলে ২৫০ করবে। তারপর আমলা এবং ডু প্লেসিস উইকেট ধরে খেলতে থাকল। ২৯.২ ওভারের মাথায় দলের ১৪৬ রানের মাথায় আউট হয় ডু প্লেসিস। তার ১ বল পরেই আউট হন আমলা। তারার নামলেন যথাক্রমে রোসোউ ডিভিলয়ার্স। দলের রান তখন ১৪৬ ওভার ৩০ এর কাছাকাছি। সেখানে সবাই চিন্তা করল বেশি হলে ৩০০ ই যাবে। কিন্ত তাদের ধারনা ভুল হতে থাকে এদের ছোটখাটো ঝড়ের কারনে। ১২.৩ ওভারের. যোগ করেন ১৩৪ রান। ছোটখাটো এই ঝড় শেষ হয় ৪২.১ ওভারে। রান তখন ২৮০

কিন্ত ডিভিলিয়ার্স এর সাইক্লোন বাকি ছিল। শেষ ৭.৫ ওভারে দলের রানের খাতায় যোগ করলেন ১২৮ রান।

৪০৮ রানে শেষ হলো দক্ষিণ আফ্রিকার ইনিংস। এবি ডি ভিলিয়ার্স গড়লেন দ্রুততম ১৫০ এর রেকর্ড।
এখন আসি আসল কথায় যেটার জন্য এতোক্ষন পেচাল পারলাম……
আফগানিস্তান এর বিপক্ষে তামিম,বিজয় আর মাহমুদুল্লাহ এর ধীরগতির ব্যাটিং এর জন্য অনেকে মুন্ডুপাত করেছে তাদের্। কিন্ত আজকে কেউ আমলা আর ডু প্লেসিস এর ধীরগতির ব্যাটিং এর কথা বলতেছেনা। এরকারণ ডিভিলিয়ার্সের তান্ডবে সব ঢাকা পড়ে গেছে। এখন হয়তো বলবেন আমাদের ডি ভিলিয়ার্স নেই। হ্যাঁ আমাদের ডিভিলিয়ার্স নেই কিন্ত সাকিব আছে। মুশফিক,সাব্বির ম্যাশ আছে। তারা হয়তোবা ডিভিলিয়ার্স এর মতো দানবীয় কিছু করতে পারবেনা। কিন্ত দ্রুতগতির রান তোলার ক্ষমতা আছে তাদের্। কারোর যদি সন্দেহ থাকে তাহলে দয়া করে পাকিস্তান এর বিপক্ষে ৩২৬ রান এর ম্যাচটি দেখে নিয়েন smile emoticon
আমাদের দরকার প্রথমে উইকেট না হারানো। অন্তত ১০-১৫ ওভার্। এতে যদি ১৫ ওভারে ৭০ রান আসে আর কোনো উইকেট না যায় তাহলে তা ১৫ ওভারে ৯০ রানের বিনিময়ে ২ উইকেট হারানোর চেয়ে অনেক ভালো। কিন্ত আমরা যেই চমৎকার জাতি আমরা ১৫ ওভারে ৭০ রান আসার পর দুই ওপেনার এর ফাসির আদেশ দিয়ে দিব। আবার যখন শেষে সাকিব মুশফিক বড় স্কোর করে দিবে তখন ওপেনার দের ফাসিঁ কার্যকর করে দিব। এটা পরিবর্তন হবেনা কোনোদিন কারণ মানুষের অভ্যাস,স্বভাব পরিবর্তন হয় না কোনোদিন।
আগামী ম্যাচ এ বাংলাদেশ ভালো করবে সেটাই চাই। গতকাল এর ম্যাচ এর ভুল থেকে শিক্ষা নিবে আর আজকের সাউথ আফ্রিকার ইনিংসকে অনুপ্রেরণা হিসেবে নিবে সেটাই আশা করি

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © all cricket news - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -