Popular Post

Posted by : nerob Wednesday, February 18, 2015

// বাংলাদেশ - অস্ট্রেলিয়া ম্যাচ

নিয়ে 'শঙ্কা' //

বাংলাদেশের বিপক্ষে আগামী ম্যাচটি নিয়ে দুশ্চিন্তায়
আছে অস্ট্রেলিয়া।
ব্রিসবেনের আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে।
আর এতে ম্যাচটি পণ্ড হওয়ার আশঙ্কায় আছে এই বিশ্বকাপে 'ফেভারিট' দেশটির কোচ আর ক্রিকেটাররা।

ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়ার
বিপক্ষে বাংলাদেশের
ম্যাচটি আগামী শনিবার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল
সাড়ে ৯টায়।
বুধবার ব্রিসবেনে কয়েক দফায়
বৃষ্টি হয়। এতে কিছুটা হলেও ব্যহত হয় অস্ট্রেলিয়ার অনুশীলন। বিবিসির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ব্রিসবেনে আগামী বৃহস্পতি ও শুক্রবার বজ্র-বৃষ্টির
সম্ভাবনা আছে। এমনকি ম্যাচের
দিন শনিবারও বৃষ্টি হতে পারে।
বৃষ্টির কারণে ম্যাচটি পণ্ড
হলে পয়েন্ট ভাগাভাগি করতে হবে দুই দলকে। অস্ট্রেলিয়ার গ্রুপ
চ্যাম্পিয়ন হওয়ার পথে বড় এক
বাধা হবে এটা। তবে বাংলাদেশের
নকআউট পর্বে ওঠার
ক্ষেত্রে কিছুটা সুবিধা এনে দেবে তা।
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন
ম্যাক্সওয়েল প্রার্থনা করছেন,
পরিসর ছোট হয়ে আসলেও
ম্যাচটি হোক।
"অনুশীলনের
আগে আমি (আবহাওয়ার পূর্বাভাস)
দেখেছি। আগামী কয়েকদিনের জন্য এটা আদর্শ মনে হয়নি। কিন্তু
আমি মনে করি, শনিবার
কিছুটা পরিষ্কার
হয়ে আসবে এবং আমাদের শুধু দুই দলের ২০ ওভার করে (খেলা হওয়া) দরকার।"
শনিবার শেষাবধি ম্যাচটি হলেও
অস্ট্রেলিয়া দল এর আগে পর্যাপ্ত
অনুশীলন করতে পারবে না বলে মনে করেন কোচ ড্যারেন লেম্যান।
এটা ম্যাচে তাদের কিছুটা হলেও
ভোগাবে বলে মনে করেন তিনি।

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © all cricket news - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -