Popular Post

Posted by : nerob Friday, March 20, 2015

বাংলাদেশ ক্রিকেট টিমকে সংবর্ধনা দিল প্রবাসী বাংলাদেশিরা

আম্পায়ারদের বিতর্কিত
সিদ্ধান্তে
বাংলাদেশের বিশ্বকাপ
মিশন শেষ হয়েছে
বৃহস্পতিবার। শনিবার
দেশে ফিরবে গর্বিত
টাইগাররা। বিশ্বকাপে
বাংলাদেশের
পারফরম্যান্সে গর্বিত
অধিনায়ক মাশরাফি বিন
মুর্তজার সঙ্গে
টেলিফোনে কথা
বলেছেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা। এ সময় তিনি
মাশরাফিকে সান্তনা
দেন।
শুক্রবার মেলবোর্নে
বাংলাদেশ ক্রিকেট
দলকে সংবর্ধনা দেয়
প্রবাসী
বাংলাদেশিরা। সেই
অনুষ্ঠানেই বাংলাদেশ
সময় বিকেল ৪টার দিকে
বাংলাদেশ ক্রিকেট
বোর্ডের(বিসিবি)
প্রেসিডেন্ট নাজমুল
হাসান পাপনকে
টেলিফোন করেন
প্রধানমন্ত্রী শেখ
হাসিনা। পাপনের সঙ্গে
কথা বলার পর তিনি
অধিনায়ক মাশরাফির
সঙ্গেও কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী
মাশরাফিকে বলেন,
বিশ্ববাসী দেখেছে
তোমাদের কিভাবে
হারানো হয়েছে; তোমরা
মন খারাপ করবে না। আমরা
একদিন বিশ্বকাপ
জিতবোই।
বিসিবি সভাপতি নাজমুল
হাসান পাপন
সাংবাদিকদের জানান,
মাশরাফির সঙ্গে
কথোপকথনে পুরো দলকে
প্রধানমন্ত্রী অভিনন্দন
জানিয়েছেন।
মেলবোর্ন ক্রিকেট
গ্রাউন্ডে
বৃহস্পতিবার
বাংলাদেশ-ভারত
কোয়ার্টার-ফাইনালে
আম্পায়ারদের একাধিক
সিদ্ধান্ত নিয়ে বিতর্ক
ওঠে। পাকিস্তানের
আলিম দার ও
ইংল্যান্ডের ইয়ান
গোল্ড ছিলেন
মেলবোর্নের মাঠের
আম্পায়ার। আম্পায়ারের
সিদ্ধান্তে নানা
সমালোচনার মধ্য দিয়ে
কোয়ার্টার ফাইনালে
ভারতের কাছে পরাজয়
নিয়ে মাঠ ছাড়তে হয়
বাংলাদেশকে।
উল্লেখ্য, ক্রীড়া পাগল
হিসেবে বিশেষ করে
দেশের ক্রিকেটের
প্রতি একটা আলাদা টান
রয়েছে প্রধানমন্ত্রি
শেখ হাসিনার সব সময়।

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © all cricket news - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -