Popular Post

Posted by : nerob Thursday, March 12, 2015

বিশ্বকাপে ছক্কার রেকর্ড এখন এবি ডি ভিলিয়ার্সের ঝুলিতে...।

২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ মানেই ছয় আর চার। প্রতিটি ম্যাচেই হচ্ছে রানের বন্যা। আর ভেঙ্গে যাচ্ছে সকল রেকর্ড। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে টপকে গেলেন এবি ডি ভিলিয়ার্স।
এর আগে ২০০৭ এর আসরে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান হেইডেন ১৮ ছক্কা হাকিয়ে রেকর্ড গড়েন। এবারের আসরের প্রথম ৫ ম্যচে ১৮ ছক্কা হাকিয়ে তার রেকর্ড স্পর্শ করেন গেইল।
বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৯৯ রান করেন এবি ডি ভিলিয়ার্স। অার যেখানে ছিল ৪ টি ছক্কার মার।
জিম্বাবুয়ের বিপক্ষে ২৫ রান করার পথে এই বিশ্বকাপে নিজের প্রথম ছক্কাটি হাকান ডি ভিলিয়ার্স।
পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ১৬২ রানের ঝড়ো ইনিংস খেলার পথে ৮ টি ছক্কা মারেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে ২ টি ছক্কা মারেন। আর পাকিস্তানের বিপক্ষে ৫টি ছক্কা হাকান তিনি (মোট ২০ টি)।
ফলে অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে টপকে গেলেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। আর নিজের দখলে নেন এই রেকর্ডটি।

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © all cricket news - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -